জীবননগর থানা পুলিশ কর্তৃক ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল এবং ছিনতাইকৃত নগদ ৩৯,৮২০/- টাকা উদ্ধার || গ্রেফতার ০২ জন।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল মামুনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু তারেকের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে জীবননগর থানার অফিসার ও ফোর্স বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং-১৯/০৪/২৩ তারিখ আনুমানিক বেলা ১১.৫০ ঘটিকার সময় জীবননগর থানাধীন পাতরার মাঠস্থ জনৈক টোটন মেম্বারের পুকুরের পশ্চিমপার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে ছিনতাইকালে আসামী ১. মোঃ রানা (৩১), পিতা-জসিম মোল্লা, সাং-পাথিলা মাঝপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, বর্তমান ঠিকানাঃ শ্বশুর মৃত আব্দুর রাজ্জাক, সাং-বাঁকা পূর্বপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি TVS Metro Plus 100 সিসি মোটর সাইকেল এবং ছিনতাইকৃত নগদ ৩৯,৮২০/- টাকা সহ গ্রেফতার করে। বর্নিত বিষয়ে জীবননগর থানায় দ্রুত বিচার আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
উল্লেখ্য, মামলা রুজুর পাশাপাশি নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে এজাহারনামীয় অপর পলাতক আসামী ২. সানোয়ার হোসেন (৩০), পিতা-মোহাম্মদ উকিল উদ্দিন, গ্রাম-বাঁকা নওদাপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকেও গ্রেফতার করা হয়।