হাইমচর সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ
হাইমচর উপজেলা প্রতিনিধিঃ
মোঃ জিল্লুর রহমান জুয়েল
আজ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা
(নিবন্ধন নং -ঢ-০৯৯৬৭) এর উদ্যোগে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে, লামচরি, কমলাপুর দেওয়ান বাড়ি, ছৈয়াল বাড়ী, গন্ডামারা, চরভৈরবীতে প্রায় দুই শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সমিতির প্রবাসী কল্যাণ সম্পাদক জনাব মোঃ আহমদ আলীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও হাইমচর উপজেলা পরিষদের সন্মানীত চেয়ারম্যান জনাব মোঃ নুর হোসেন পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের সন্মানীত সদস্য মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আবুল বাশার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল, জনাব মোস্তাফিজুর রহমান চোকদার, জনাব সৈয়দ আহমদ পাটোয়ারী,নুরে আলম মাষ্টার, আব্দুল বাতেন মাষ্টার, ফারুক মিয়া, হাইমচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংবাদিক নেতৃবৃন্দ, ষ্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর সভাপতি ইসমাইল বুলবুল, সহ-সভাপতি ফারুকুল ইসলাম, সমিতির স্বেচ্ছাসেবক মোঃ ওসমান প্রমুখ।
বক্তাগত, বিভিন্ন দুর্যোগ ও দুঃসময় বিভিন্ন উৎসবে হাইমচরের অসহায় দুস্থ অস্বচ্ছল প্রতিবন্ধী মানুষের পাশে হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি পাশে থাকায় প্রশংসা করেন এবং সমিতির সভাপতি, কার্যনির্বাহী কমিটি, সাধারণ সদস্যদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। হাইমচর সমিতির আরো উন্নতি, সমৃদ্ধি ও জনকল্যাণ কামনা করে মানবিক সংগঠনে হিসেবে নিবেদিত থাকার আহ্বান জানানো হয়।