চৌদ্দগ্রাম এ প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট কম্পিউটার বিতরণ।
মোঃ ঈমাম হোসেন ভূইয়া শরীফ
২৫ শে এপ্রিল মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান এর উদ্যোগে উপজেলা হল রুম এ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহ গণনায় ব্যাবহৃত ট্যাবলেট কম্পিউটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২০২২ সালে দেশের জনশুমারি ও গৃহ গননায় ব্যাবহৃত ট্যাবলেট কম্পিউটারগুলো কাজ শেষে ফেরত না নিয়ে বরং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমস্ত উপজেলার মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে তা উপহার স্বরুপ বিতরণ করেন। এদিকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব এম পি বলেন বীগত বি এন পি জামায়াত ও জাতিয় পার্টি সরকারের আমলে চৌদ্দগ্রাম এ কোনো উন্নয়ন ই হয়নি বিশেষ করে সমস্ত চৌদ্দগ্রাম এ একটি রাস্তা ও পাকা করা হয়নি তাই উন্নয়নের দিক বিবেচনা করে আগামী ২০২৪ সালের নির্বাচনেও পুনরায় চৌদ্দগ্রাম তথা সারা বাংলাদেশের জনগন তারা তাদের উন্নয়নের দিক বিবেচনা করে অবশ্যই জনগন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রতিকে ভোট দিয়ে আওয়ামিলীগ কে পুনরায় নির্বাচিত করবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব এম পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া। উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার। উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল সহ চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলার সকল স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তমালিকা পাল। ডা: গোলাম কিবরিয়া টিপু। ড: এমদাদ, সাবেক জেলা পরিষদ সদস্য ভি পি ফারুক। এডভোকেট আবদুল মান্নান। কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী। সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম জাহিদ হোসেন টিপু। কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন। ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান এ কে খোকন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হোসেন। মিয়া বাজার হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ওয়ালিউল্লাহ। বাতিশা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হোসেন। চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষার্থী প্রাপ্তি সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল বাকি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি মডেল পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক রুপন সেনগুপ্ত।