কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে কিশোরের মৃত্যু
ফরিদপুরের আলফাডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে রেইট্রি গাছের ডাল ভেঙে আশরাফুজ্জামান বিশ্বাস (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভার গোপালপুর সড়কে বাঁকাইল গ্রামের জামিল হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আশরাফুজ্জামান পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাঁকাইল গ্রামের চা দোকানি সালাউদ্দিন বিশ্বাসের ছোট ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যানযোগে আশরাফুজ্জামানসহ কয়েকজন সদর বাজারের দিকে রওনা হয়। এ সময় বৃষ্টি ও ঝড় শুরু হলে জামিল হোসেনের বাড়ির সামনের একটি রেইট্রি গাছের ডাল ভেঙে পড়ে। এতে আশরাফুজ্জামান ও রেখা কুন্ডু নামে এক বৃদ্ধা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই আশরাফুজ্জামানের মৃত্যু হয়।
নিহতর পরিবার জানায়, আশরাফুজ্জামানের বড় ভাই রবিউল ইসলাম গত বছর গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার বাবা সালাউদ্দিন বিশ্বাস চায়ের দোকান করে সংসার চালাতেন। কিন্তু চেকসংক্রান্ত একটি মামলায় সালাউদ্দিন বিশ্বাস কয়েক মাস ধরে কারাবন্দি রয়েছেন।
Leave a Reply