চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি নানান কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি,
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
আজ ১লা মে ২০২৩ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে স্বরণে নিয়ে বিশ্বব্যাপি একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। অদ্য ০১.০৫.২০২৩ খ্রিঃ সকাল ০৯:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একযোগে সকল সরকারি, আধা-সরকারি, মালিক-শ্রমিকদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়। পরবর্তীতে ডিসি সাহিত্য মঞ্চে সকলের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহ্ফুজুর রহমান মনজু, চেয়ারম্যান, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা, আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জাহাঙ্গীর মালিক খোকন মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স এবং সকল সরকারি, বেসরকারি, এনজিও, বিভিন্ন পেশাজীবি সংগঠন, স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
Leave a Reply