কুষ্টিয়া জেলা প্রশাসকের আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত।
মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্র কুষ্টিয়া জেলার আয়োজনে আজ ০১/০৫/২০২৩ইং.. তারিখ সকাল ০৯:৩০ ঘটিকার সময় কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে আন্তর্জাতিক মহান ১মে দিবস পালিত। র্যালির শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম মুক্ত আকাশে বেলুন উড়িয়ে দেন। এরপরে বিশাল বড় একটি র্যালি বের হয়ে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে র্যালি গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া , মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার কুষ্টিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগার আলী, সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ, মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া, মোঃআসাদুজ্জামান (তোতা), যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা, মোঃ মাহাবুল আলম, সভাপতি শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা, মোঃ আব্দুল হামিদ (মুকুল), কার্যকরী সভাপতি শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা, মোঃ লিয়াকত আলী সাংগঠনিক সম্পাদক শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা।
উক্ত র্যালিতে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা থেকে অসংখ্য শ্রমিকবৃন্দ উপস্থিত হয়।
Leave a Reply