Toggle navigation
Logo
পাবনা
বেড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মানব বন্ধন
বেড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মানব বন্ধন
বেড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মানব বন্ধন
বখাটেদের অব্যাহত ইভটিজিং এর শিকার ও প্রতিবাদ নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে নিজেদের নিরাপত্তার দাবিতে সোমবার দুপুরে পাবনার বেড়া কৈটলার রাস্তার উপর মানববন্ধন করেছে বঙ্গমাতা শেখফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন সমাবেশে স্কুলের শিক্ষার্থী ও তাদের স্বজনরা অংশ নেয়। তারা জানায় গত ১৬/৩/২৩ তারিখে আমেনা ইফটিজিং শিকার হোন। তার শিক্ষকের উপর ২৮/৪/২৩ হামলা হয়।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী আমেনা খাতুন, আয়সা সাবেক ভাইস চেয়ার ম্যান আবু সামা মোল্লা, অন্যরা। বক্তরা বলেন, শিক্ষার্থীরা লেখাপড়া করে। । প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে, প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এসব ব্যাপারে পুলিশ প্রশাসনকে অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না। তার পরে শিক্ষক আবু মোঃ সাইম উদ্দিন মোল্লা প্রতিবাদ করায় তার উপর হামলা হল তাহলে যাব কোথায়।
কৈটলা এলাকায় মোঃ নাহিদ পিতা আজগর সাং জয়নগর, কয়েকজন বখাটে তাদের দেখে অশালীন মন্তব্য করে। এর প্রতিবাদ করায় তাদের প্রধান শিক্ষকের উপর হামলা হয়।
শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা দাবি করে বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে
বেড়া মডেল থানার ওসি মোঃ হাদিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তাকে আটক করার চেষ্টা চলছে।