পটুয়াখালীতে মিশুক চুরির অভিযোগকারীকে প্রান নাশের হুমকি..
মোঃ মহিউদ্দিন সুমন,
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর থানা পুলিশে মিশুক অটো গাড়ি চুরির ঘটনায় অভিযোগ করায় বাদীকেসহ পরিবারের সদস্যদের প্রান নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ হুমকির ঘটনাটি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর এলাকায়।
পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ ও মিশুক অটোগাড়ির মালিক চালক মিঠাপুর নিবাসী হাজী মোঃ ইউসুফ আলী মৃধার ছেলে মোঃ রাসেল মৃধা (৩৫) মিশুক অটোগাড়ি কিনে পটুয়াখালী শহরে ভাড়া চালিয়ে আয় রোজগার করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। ঘটনার দিন ১২ এপ্রিল রাত আনুমানিক ১ টার দিকে রাসেল মৃধা গাড়িটি বাড়ির সামনে গ্রেজের মধ্যে রেখে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল। রাত আনুমানিক ৩ টার দিকে রাসেল ঘুম থেকে ওঠে গ্রেজে গিয়ে দেখ মিশুক অটো গাড়িটি নাই। বাড়ির এবং আশপাশের লোকজন বিভিন্ন জায়গায় খোজা খুজি করে গাড়িটি না পেয়ে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেন গাড়ির মালিক চালক রাসেল মৃধা। যার নং এসএল-৯৬৪, তারিখ- ১২.০৪.২০২৩ইং। এ অভিযোগ দায়েরের পর অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারে মিঠাপুর এলাকার মৃত আঃ গনি সিকদারের ছেলে মোঃ জাকির সিকদার (৪০)সহ অজ্ঞাত কয়েকজন গাড়িটি গ্রেজ থেকে চুরি করে নিয়ে যায়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে গাড়িটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় জাকির সিকদারকে চিহ্নত করে লিখিত অভিযোগ করেন মিশুক অটো গাড়ির মালিক চালক রাসেল মৃধা। এ অভিযোগ করায় ঘটনার দিন ২৫.৪.২৩ ইং তারিখ বিকাল আনুমানিক ৪.৫০ মিঃ সময় নামাজ পড়ার জন্য গাড়ির মালিক রাসেল মৃধা মিঠাপুর তার বাড়ির পশ্চিম পাশে রাস্তায় উপস্থিত হওয়ামাত্র সেখানে ওৎপেতে থাকা জাকির সিকদারসহ অজ্ঞাতনামা ৩-৪ জন রাসেলকে অকথ্যভাষায় গালিগালাজ করে থানা থেকে অভিযোগ তুলে নেয়ার হুমকি দেয়। অভিযোগ না তুললে তাকে (রাসেলকে) ও তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধন ও প্রান নাশের হুমকি দেয়। এ ঘটনায় গাড়ির মালিক চালক রাসেল মৃধা ২৬ এপ্রিল থানায় লিখিত অভিযোগ করেন। যার এসএল নং ১১৩৩। এ অভিযোগের তদন্ত অফিসার এসআই মোঃ কামরুল ইসলাম জানান, তদন্ত চলছে, জাকির সিকদারের নামে ২০১৭ সালে সদর থানায় একটি মাদক মামলা রয়েছে। যার এফআইআর নং-৪০/২৬০, তারিখ- ২৩.১২.২০১৭ইং। এ মামলায় উল্লেখ রয়েছে, সদর থানাধীন বদরপুর ইউনিয়নের মিঠাপুর সাকিনের ৮নং ওয়ার্ডের মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বিকি কিনি করার সময় ৯০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া মিশুক অটোগাড়ি চুরির ঘটনায় মালিক রাসেল মৃধা কর্তৃক ১২.৪.২৩ ইং তারিখ অভিযোগের তদন্ত কর্মকর্তা রতন কুমার হাওলাদার জানান, গাড়ির চুরির অভিযোগটির তদন্ত চলছে। স্থানীয়রা জানান, মিঠাপুর এলাকায় গত কয়েকদিনে শিয়ালীর সোহরাব মাতুব্বরের, মিঠাপুরের জালাল মৃধার, মাঝখালীর ফোরকান আলীসহ আরো কয়েক জনের অটো গাড়ি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। অটোচুরির ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এলাকাবাসী গাড়ি চোর ও মাদক ব্যবসায়ীদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে চোর চক্রদের আইনের আওতায় আনার জোর দাবী করেছে। #