পটুয়াখালীর তালতলীতে গাছ কাটার সংঘর্ষে পিতা-পুত্র হাসপাতালে
মোঃ মহিউদ্দিন সুমন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
তালতলিতে গাল কাটা নিয়ে সৎ ভাইদের হামলায় আহত হয়েছে সুধির দেবনাথ (৭০)নামে এক বৃদ্ধ। এক তার ছেলে সঞ্জিব দেবনাথ(৪৩)কে কুপিয়ে মারাত্মাক জখম করেছেন প্রতিপক্ষরা। আহত পিতা-পুত্র পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। রোববার দুপুরে নিজ বাড়িতে এমন হামলা শিকার হয়েছেন তারা। এঘটনায় সংশ্লিষ্ট পুলিশকে মৌখিক ভাবে অবহিত করা হয়েছে। আহতদের বাড়ী তালতলি থানার কড়ইবাড়িয়া ইউনিয়নের বেহেল নাথপাড়া গ্রামে।
আহত পিতা-পুত্র বলেন-রোববার দুপুরে নিজ বাড়ীর পুকুর পাড়ে তাদের লাগানো মেহেগনি গাছ কেটে নিয়ে যান একই সুধিরের সৎ ভাই সুভাষ দেবনাথ, শ্রীরাম দেবনাথ, বাদল দেবনাথ গং। এসময় তারা বাধা দেন। এতে সৎ ভাই ও তাদের সঙ্গে থাকা অন্তত ১৫ জন তাদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সুধিরের শরীরের একাধিক অংশ কুপিয়ে মারাত্মাক জখম করেন। এসময় তাকে তার ছেলে সঞ্জিব বাচাতে আসলে সঞ্জিবকেও এলোপাতারি কুপিয়ে জখম করেন তারা। পরবর্তীতে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ অস্বীকার করে বলেন-তারাও আমাদের উপর হামলা করেছেন। ##