চুয়াডাঙ্গা জীবননগর বন্ধ রেল ষ্টেশন চালুর জন্য মানব বন্ধন।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১১ ই মে ২০২৩ ইং সকাল ১০.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা জীবননগর আনছারর বাড়িয়ার এলাকার ছাত্র ছাত্রী কৃষক ব্যাবসায়ী সহ সকল পেশার জনগন বন্ধ রেল ষ্টেশন চালুর জন্য মানব বন্ধন করেছে। উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন আনসারবাড়িয়া রেল ষ্টেশনটি বন্ধ হওয়ায় অনেক ক্ষতি হচ্ছে। আমাদের এখন চুয়াডাঙ্গায় যেতে হয়।
একটা স্টেশন বন্ধ হয়ে গেলে সেই এলাকার নির্দিষ্ট একটি গোষ্ঠীর জীবন কতটা শোচনীয় হয়ে উঠতে পারে তার একটি বড় উদাহরন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার একমাত্র গুরুত্বপূর্ণ আনসারবাড়ীয়া রেলস্টেশন।
যেখানে এতো গুলো বৃহত্তর গ্রাম এবং উপজেলা কোটায় আন্তনগর ট্রেনের স্টপেজ থাকার কথা সেখানে ২০১৮ সালে শুধুমাত্র লোকবল সংকটের দোহায় দিয়ে বন্ধ করে দেয়া হয় এই স্টেশন। অর্ধশতাব্দী ধরে মানুষের জীবিকা ও সহজ জীবন যাপনে ভূমিকা রেখেছে এই আনসারবাড়ীয়া স্টেশন।স্টেশন মাস্টার না থাকায় বিপাকে পড়েন সেখানকার ক্ষুদ্র খামারি, শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগীরা।
কারন আনসারবাড়ীয়ার মত অজপাড়া গাঁ থেকে দর্শনা কিংবা চুয়াডাঙ্গা রেলস্টেশনে যেতেও অনেক সময় লাগে,সাথে খরচও অনেক।শুধু তাই নই,স্টেশন বন্ধ হওয়ার কারনে,ঠিক মতো ক্রচিং সম্পন্ন হয় না,যার কারনে ট্রেনের গতিও কমেছে অনেক।আনসারবাড়ীয়া রেলস্টেশন চালু করার দাবিতে ৫/৬ বছর ধরে এমপি মন্ত্রীসহ সব মহলে ধর্না দিয়েছেন স্থানীয়রা। মানব বন্ধন করেছে,কয়েকবার লাইন অবরোধ করে আটকিয়েছেন ট্রেন। এখনও স্টেশন চালুর দাবিতে সংগ্রাম করছেন প্রান্তিক মানুষরা।কাজ হয়নি,হচ্ছেনা।
লোকমুখে শোনা যায় কিছু কুচক্রী মহল তাদের নিজেদের স্বার্থের জন্য এই স্টেশন পূর্নাঙ্গরুপে চালু করতে দিচ্ছে না।