দৌলতপুরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ।
মোঃ মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার:
দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগ ওঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার সকালে অভিযুক্ত মো: সিরাজুল ইসলাম নামের ওই মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক ছাত্রদের আবাসিক হলে গভীর রাতে ওই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে ওই শিক্ষার্থীকে মেরে ফেলার ভয়ভীতি দিয়ে থাকেন।
মাদ্রাসার ছাত্রের বাবা বলেন, দুদিন আগে আমার ছেলেকে হুজুর সিরাজুল ইসলাম বলাৎকার করেছেন। আজ শনিবার সকালে ছেলে বাড়ি এসে ঘটনাটি জানালে এলাকার জন সাধারণ ক্ষোভে উত্তেজিত হয়ে উঠে পরে ঘটনা স্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এক ছাত্রের অভিভাবক বলেন, ‘আমরা আমাদের সন্তানদের ইসলামের সঠিক শিক্ষা দিতে মাদ্রাসাতে পাঠিয়েছি। কিন্তু আমার ছেলের সহপাঠীদের সঙ্গে যা ঘটেছে, এরপর আমার ছেলেকে এখানে আর রাখব না। এই ঘটনা মাদ্রাসা কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঘটেছে বলে জানান আমরা এর বিচার চাই।
Leave a Reply