"জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত "আয়োজনেঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কচুয়া,চাঁদপুর।
আব্দুল কাইয়ুম
কচুয়া উপজেলা প্রতিনিধি।
আজ কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করেন উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মহিউদ্দিন খান আলমগীর মাননীয় সংসদ সদস্য চাঁদপুর-১,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, অফিসার ইনচার্জ কচুয়া থানা, সভাপতি কচুয়া প্রেসক্লাব প্রমুখ বক্তব্য রাখেন। সকলের বক্তব্য শেষে উপস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত প্রধান শিক্ষকসহ ৩/৪ জন করে শিক্ষকদের মধ্যে হতে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এতে মাননীয় সংসদ সদস্য সকল সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। মতবিনিময় সভা শেষে বিভিন্ন ইভেন্টে কোরআন তেলওয়াত/হামদ/নাত/ কবিতা আবৃতি/ নৃত্য /রচনা সহ গ্রুপ ভিত্তিক ৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে প্রতিযোগিতার আয়োজন করেন।