চৌদ্দগ্রাম এ চলছে বীর পূত্র ও কন্যাদের সদস্য সংগ্রহ কার্যক্রম।
মোঃ ঈমাম হোসেন ভূইয়া শরীফ।
চৌদ্দগ্রাম উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলছে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য ও সদস্য সংগ্রহ কার্যক্রম।
এ কার্যক্রম চলবে পুরো মে মাস ধরে। এতে চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর পক্ষ থেকে ৪ সদস্যদের একটি মনিটরিং সেল তৈরি করে সমস্ত উপজেলায় উক্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্হানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব এর সঠিক দিক নির্দেশনা নিয়ে একযোগে উপজেলার সমস্ত ইউনিয়নগুলোতে বীর পূত্র ও বীর কন্যাদের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে।
এতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সহ সভাপতি আবদুল হালিম নিজাম চৌধুরী, সহ সভাপতি সাংবাদিক মোঃ ঈমাম হোসেন ভূইয়া শরীফ, সহ সভাপতি বিটু, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার জয়নাল আবেদিন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোতালেব সহ উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার জয়নাল আবেদিন বলেন আমরা খুব শীঘ্রই মুক্তিযোদ্ধা পরিবারের তথ্য সংগ্রহ শেষ করে ইউনিয়ন কমিটির কাজ শুরু করবো অতঃপর আগামী কোরবানির ঈদের পর পরই আমরা মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুল হক মুজিব এম পির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সম্মেলনের কাজ সমাপ্তি করবো।