চুয়াডাঙ্গা থানাধীন সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প কর্তৃক গাঁজা ও মাদক বহনকারী মোটরসাইকেল জব্দ।।গ্রেফতার ০২ (দুই) জন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা সদর থানাধীন সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানার নেতৃত্বে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ)/মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১৮.০৫.২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ৩:৩৫ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন মহাম্মদজমা গ্রামের বটতলা মোড়ে আনোয়ার হোসেনের সার ও কীটনাশক দোকানের সামনে হতে ধৃত আসামী ০১। মোঃ সাইফুল ইসলাম(২৮), পিতা-মোঃ ইসাহক মন্ডল, সাং- মর্তুজাপুর, পূর্বপাড়া এবং ০২। মোঃ রতন মিয়া(৩০), পিতা- মোঃ আমজেদ মন্ডল, সাং- আসাননগর, উত্তরপাড়া, উভয় থানা ও জেলা- চুয়াডাঙ্গার হেফাজত হতে ৪৫০ (চারশ পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং মাদক বহনকারী Apache Rtr-160 CC মোটরসাইকেল জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
Leave a Reply