পটুয়াখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টিভি,
পটুয়াখালী।
পটুয়াখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মৃধা।
১৯ মে ( শুক্রবার ) সকাল ১০ ঘটিকার সময় পটুয়াখালী সদর উপজেলা চত্বরে পটুয়াখালি সদর উপজেলা নির্বাহি অফিসার – মোহাম্মদ সাইফুর রহমান, পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান এর উপস্তিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মৃধা।
তিনি পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা ছিলেন, তার গ্রামের বাড়ি বোতলবুনিয়া। গত ১৮ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তিন ছেলে এক মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তারপ্রতি শেষ সম্মান দেখাতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা সর্দার খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ -৭১ এর যুব প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা টিভির বিশেষ প্রতিনিধি অপূর্ব সরকার।এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী ও আত্মীয়-স্বজন বৃন্দ।
Leave a Reply