চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক চোরাই ভ্যান ও বাইসাইকেল উদ্ধার।।গ্রেফতার ০৬ জন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার দিকনির্দেশনায় জেলার প্রত্যেকটি থানায় নিয়মিতভাবে উদ্ধার অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে থানা পুলিশের চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতারকৃত ০৬ (ছয়) জন আসামীর দেয়া তথ্যমতে পাশ্ববর্তী জেলা ও থানায় অভিযান চালিয়ে সাধারণ প্রান্তিক খেটেখাওয়া মানুষের কর্মসংস্থানের মাধ্যম হিসেবে ব্যবহৃত চুরি যাওয়া ০৩টি ভ্যান ও ০১টি বাইসাইকেল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।