পটুয়াখালীতে পরিসংখ্যান বিভাগের আয়োজনে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ-২০২৩ প্রশিক্ষন শুরু --
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালী জেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ-২০২৩ উপজেলা সুপারভাইজিং কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীগণের চারদিন ব্যাপী প্রশিক্ষন শুরু।
বুধবার (১৭ মে) বেলা ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী কার্যালয়ের প্রশিক্ষন কক্ষে পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক প্রশিক্ষক ছরওয়ার কামাল টারজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ-২৩ বাস্তবায়নে উপজেলা সুপারভাইজিং কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীগণের চারদিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ।
এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিসংখ্যান কার্যালয় উপ- পরিচালক প্রশিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ওসমান।
এ প্রশিক্ষনে পটুয়াখালী জেলা ও বরগুনা জেলার ৪১ জন করে ৮২ জন সুপারভাইজিং কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী অংশগ্রহন করে বলে পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান।
সংশ্লিস্ট সূত্র জানায়, উক্ত প্রশিক্ষনার্থী সুপারভাইজিং অফিসার ও তথ্য সংগ্রকারীগণ ২১ মে হতে ১৫ জুন-২৩ পর্যন্ত সময় নির্ধারিত এলাকায় Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে খানার পরিচিতি, গৃহসংক্রান্ত, খানা সংক্রান্ত, ব্যক্তি বিষয়ক, অর্থনৈতিক কর্মকান্ড, ব্যাংকিং সুবিধা সংক্রান্ত, জন্ম সংক্রান্ত, ও মৃত্যু সংক্রান্তসহ ১৩ টি মডিউলের মোট ১২১ টি প্রশ্নের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি শেখ আব্দুল্লাহ গুরুত্বপূর্ণ এ জরিপ কার্যক্রমে নিয়োজিত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারসহ সংশ্লিস্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।