চৌদ্দগ্রাম উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আলোচনা ও পরামর্শ সভা।
চৌদ্দগ্রাম প্রতিনিধি।
চৌদ্দগ্রাম উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগ আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল লক্ষ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে
বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব এম পি মহোদয়ের হাতকে আরও অধিক শক্তিশালী করার মাধ্যমে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগঠন কে আরও শক্তিশালী করা।
গত শুক্রবার বিকেল ৪ টায় চৌদ্দগ্রাম বাজারস্ত এম পি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মীর আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল। উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আবু তাহের। চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব। কুমিল্লা জেলা যুব লীগ নেতা মহসিন আলম। জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জসিম উদ্দিন সহ চৌদ্দগ্রাম উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ চৌদ্দগ্রাম উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতৃবৃন্দ।
Leave a Reply