পটুয়াখালীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন…
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি ,পটুয়াখালী।
পটুয়াখালীতে স্মার্ট ভূমিসেবা দোরগোড়ায় পৌছে দিতে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ-২০২৩।
সোমবার (২২ মে) সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সপ্তাহ ব্যাপী ভূমিসেবা উদযাপন উপলক্ষে জনসচেতনামূলক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর দেলোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন জোনাল সেটেলমেন্ট পটুয়াখালীর চার্জ অফিসার আল মোক্তাদির হোসেন, সাব রেজিস্টার বিজয় কৃষ্ণ বসু। এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম আকাশে রং-বেরঙের বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেন। সভায় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদে বির্নিমানে ডিজিটাল পদ্ধতিতে সরকারের নির্দেশনা মোতাবেক সকল সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দেয়ার আহবান জানান।
Leave a Reply