কালবৈশাখী ঝড়ের বজ্রপাতে গৃহপালিত পশু সহ বৃদ্ধ কৃষকের মৃত্যু
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি , পটুয়াখালী।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে আব্দুর রব হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধসহ একটি গৃহপালিত পশু(গাভী) মৃত্যু হয়েছে।
২৩ এপ্রিল (মঙ্গলবার) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রব হাওলাদার কাটাখালী গ্রামের মৃতঃআবদুল আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) শেষ বিকালে (সন্ধ্যার) দিকে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে আ. রব তার বাড়ির সামনের মসজিদের পাশে একটি মাঠে থাকা নিজের গাভী আনতে যায়। এ সময় বজ্রপাতে মাঠের মাঝ খানেই ওই গাভীসহ তিনি মারা যান। পরে মসজিদে থাকা স্বজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দশমিনা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. অলিউল ইসলাম হাওলাদার।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মেহেদী হাসান বলেন বিষয়টি শুনেছি। ঘটনা স্থলে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসএই) মোঃ মেহেদী হাসান ও আবিদ গোলজারকে পাঠিয়েছি। এ ঘটনার বিষয়ে নিশ্চিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে।
Leave a Reply