জীবননগর থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অদ্য ২৪.০৫.২০২৩ খ্রিঃ বিকাল ৩:০০ ঘটিকায় জীবননগর থানার আয়োজনে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে জনসচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে মোঃ নাসির উদ্দিন মৃধা, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), বিশেষ অতিথি মোঃ আব্দুস সালাম ইশা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ জীবননগর, শেখ শফিকুল ইসলাম (মোক্তার), চেয়ারম্যান, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ, জীবননগর, বিট অফিসার এসআই(নিঃ)/মোঃ জাহাঙ্গীর আলম, সহকারি বিট অফিসার এএসআই(নিঃ)/সোহেল রানা, জীবননগর থানা, চুয়াডাঙ্গাসহ সাংবাদিকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার-ফোর্সগণ।
Leave a Reply