“আজ চাঁদপুরের কচুয়া উপজেলায় বাংলাদেশ লিবার্টি মুক্তি্যোদ্ধা সংসদ এর আত্মপ্রকাশ”
আব্দুল কাইয়ুম
কচুয়া উপজেলা প্রতিনিধি
আজ চাঁদপুরের কচুয়া উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবনে সাবেক জেলা কমান্ডার শহীদুল আলম রবের সভাপতিত্বে বাংলাদেশ লিবার্টি মুক্তিযোদ্ধা সংসদ নামে নতুন কমিটি গঠন করার জন্য চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কিছু মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আলোচনা করে নতুনভাবে সংগঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে কচুয়া উপজেলার কমান্ডার জনাব আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জনাব জাবের মিয়া, মুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম দেওয়ান সহ আরো অনেকে বক্তব্য রাখেন এবং মুক্তি যোদ্ধা সন্তানদের মধ্যে কচুয়া উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান সংসদ এর সভাপতি জনাব জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফারাজানা আক্তার রত্না, রফিকুল হাসান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আগত একজনকরে মুক্তিযোদ্ধা এবং একজন করে মুক্তিযোদ্ধার সন্তান বক্তব্য রাখেন। উক্ত মতবিনিময় সভায় সভাপতি বলেন (ক) লিবার্টি ট্রাষ্ট (খ) স্বাধীনতা ফাউন্ডেশন (গ) বাংলাদেশ লিবার্টি মুক্তি যোদ্ধা সংসদ গঠন করার জন্য তিনি আরও বলেন ১.মুক্তিযোদ্ধারা মাসিক ১৯৭১/- টাকা
২.প্রয়াত মুক্তি যোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধার স্ত্রী র মাসিক ৭১/-
৩.মুক্তিযোদ্ধার সন্তানের মাসিক ৭১/-
৪.অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের বাৎসরিক ৭১/- জমা করার জন্য অনুরোধ করেন। কচুয়া উপজেলার মুক্তি যোদ্ধা এবং সন্তানদের মধ্যে সকলেই বলেন আমরা আমাদের মধ্যে আলোচনা করে পরবর্তীতে আপনাকে জানানো হবে। উপস্থিত সকলের প্রতি প্রশ্ন পর্ব থাকলেও কেউই তেমন কোন প্রশ্ন করেননি তবে অনেককেই কানাঘুষা করতে দেখা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুক্তি যোদ্ধা বলেন কচুয়ায় মুক্তি যোদ্ধা সংসদ আছে এবং মুক্তি যোদ্ধা সন্তান সংসদ আছে আমি মনে করি কচুয়ায় আর কোন সংসদ দরকার নাই। একজন মুক্তি যোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা টিভির প্রতিনিধিকে জানান কচুয়ায় আর কোন সংসদ দরকার নাই আমার মতে মুক্তি যোদ্ধা বাবা চাচাদের মৃত্যুর পরে আমাদের মুক্তি যোদ্ধা সন্তান সংসদ উত্তরাধিকার সূত্রে পরিচালনা করবেন। তিনি আরও বলেন আমরা আমাদের সন্তান সংসদ কিভাবে শক্তিশালী করা যায় আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আমরাই ফান্ড তৈরি করবো আমরাতো প্রত্যেকটি জাতীয় পোগ্রামে অংশগ্রহন করি কোন ফান্ড ছারাই। পরিশেষে কচুয়া উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান সংসদ এর সভাপতি জনাব জাকির হোসেন আগামী ০৩/০৬/২০২৩ইং রোজ শনিবার বেলা ১১:০০ ঘটিকায় সন্তান কমিটির সকল সদস্যকে এবং মুক্তি যোদ্ধার সকল সন্তানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।
Leave a Reply