বঙ্গবন্ধুর সমাধিতে কুমিল্লা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
চৌদ্দগ্রাম প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপির নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপির নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতারা । শ্রদ্ধা নিবেদন করার পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নেতৃবৃন্দরা।
শ্রদ্ধা নিবেদন করার সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, মো. ইলিয়াছ মিয়া, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু ও ব্যবসায়ী এ জেড এম শফিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, পার্থ সারথী দত্ত, এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আশিকুন্নবী বাপ্পী, দপ্তর সম্পাদক মো. শহিদ উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার মুন্নী, কোষাধ্যক্ষ আলী আকবর, উপদেষ্টা পরিষদের সদস্য সেলিমা সোবহান খসরু,নুরুননবী ভূইয়া কামাল, পাপন পালসহ জেলা মহিলা আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করেন নেতারা। জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে হত্যাকাণ্ডের শিকার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাতে অংশনেন।পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply