কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অপহরণ মামলার ০১ জন আসামি গ্রেফতার।
মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২৭ মে ২০২৩ইং.. তারিখ রাত ০৯:২০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ঝাউদিয়া বাজার এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অপহরণ মামলা নং-৫৪, তারিখঃ ২৬ মে ২০২৩, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারার এজাহারনামীয় আসামি মোঃ আল হাদিস(২৬), পিতা-মোঃ ইমদাদুল, সাং-মথুরাপুর আলেক চেয়ারম্যানপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।