বেড়ায় বালুর ট্রাকের ধাক্কা, নিহত ১
পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা কোলঘাটে হোন্ডা ও ট্রাকের সংঘর্ষে নান্নু আলী( ৫৫) নামে এক হোন্ডা চালক নিহত হয়েছে। রবিবার সকাল ১২ টায় দিকে বালুর ট্রাকটি ডাকবাংলা দিকে দৃত গতিকে যাচ্ছিল কোলঘাটে দক্ষিন থেকে হোন্ডা নিয়ে উপরে উঠছিল হোন্ডা চালক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হোন্ডা চালক চাকার নিচে পিষ্ট হয়ে মারা যায় । স্থানীয়া ট্রাক চালকে আটক করে পুলিশে দেয়। ট্রাক চালকের নাম সিরাজুল ইসলাম( ৩২) তার বাড়ি সাথিয়া উপজেলার ফেচুয়ান গ্রামে। বেড়া মডেল থানার ওসি হাদিউল ইসলাম বলেন, ট্রাক চালক সহ গাড়ি আটক করা হয়েছে। মামলার প্রস্তুুতি চলছে।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা।
তারিখ ২৮/৫/২৩ ইং
মোবাইল নম্বর ৯১৭১৩৭৩০৫৫২
Leave a Reply