পটুয়াখালীতে জনপ্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালীতে নিরাপদ খাদ্য অফিস উদ্যোগে জনপ্রতিনিধিদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত।
বুধবার (৩১ মে) দুপুর ১২ টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদের হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে নিরাপদ খাদ্য বিষয়ক সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ আবু রায়হান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ এখলাছুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহম্মেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার পপি, নিরাপদ খাদ্য অফিসার মোঃ আবু রায়হান, কালিকাপুর ইউপি চেয়ারম্যান সালমা জাহান, লাউকাঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসাঃ আকলিমা আক্তার প্রমুখ।
এছারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুবকদের নিয়ে উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।