চাঁদপুর নির্মাণ হচ্ছে বাংলাদেশের সেরা লঞ্চ টার্মিনাল।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার দিঘলিয়া খুলনা। চাঁদপুর জেলার জন্য নির্মাণ হচ্ছে ৯৩ কোটি টাকা ব্যয় বাংলাদেশের সেরা নৌ লঞ্চ টার্মিনাল। পরিদর্শনে আসলেন বিআইডব্লিউটিএ র চেয়ারম্যান। বাংলাদেশের এই প্রথম সেরা নৌ টার্মিনাল হতে যাচ্ছে চাঁদপুরে। দীর্ঘ পায় ২০ বছর প্রতিকার পর সকল জল্পনা-কল্পনা অবসার ঘটিয়ে এ বছরের জুন মাসে নৌ টার্মিনাল কাজ শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৯৩ কোটি ৪৩ লক্ষ ৫৬৫ টাকা ব্যয় তমা কনস্ট্রাকশন ঠিকাদার প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছেন। ২০২৩ সালের চলতি জুন মাসের শুরুতে চাঁদপুর নৌ টার্মিনাল কাজ শুরু করবেন। আধুনিক নৌ টার্মিনালের কাজ করার পূর্বে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান আরিফ মাহমুদ মোস্তফা চাঁদপুরে পরিদর্শন আসেন। ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চ টার্মিনালে এসে ম্যাপ অনুযায়ী পুরো জায়গাটি পর্যবেক্ষণ করেন। চাঁদপুর মাদ্রাসা ঘাট নৌ টার্মিনালের মাধ্যমে বদলে যাবে এই এলাকার পরিবেশ। সরকারের জায়গা উচ্ছেদ করে ব্যক্তি মালিকানা জায়গার ক্ষতিপূরণ দিয়ে আসা যাওয়ার জন্য সুপ্রস্ত রাস্তা করা হবে। আধুনিক নৌ টার্মিনালের ডিজাইন এতটাই সুন্দর যা দেখলে পর্যবেক্ষক সহ যাত্রীদের মন জুড়িয়ে যাবে। বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানের আসার খবর শুনে চাঁদপুর জেলা প্রশাসক নৌ টার্মিনালে এসে সমস্ত এরিয়া পরিদর্শন করেন। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ মাহমুদ মোস্তফা বলেন খুব অল্প সময়ের মধ্যে আধুনিক নৌ টার্মিনাল এর কাজ শুরু হতে যাচ্ছে চাঁদপুরে। কাজ শুরুর দুই বছরের মধ্যে এই লঞ্চ টার্মিনাল এর কাজ সমাপ্ত করা হবে। আগের লঞ্চ ঘাটের জায়গা অধিগ্রহণ করে রাস্তাঘাট নির্মাণসহ সকল ধরনের সুযোগ-সুবিধা থাকবে আধুনিক নৌ টার্মিনালে। ৯৩ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি ঠিকাদার প্রতিষ্ঠান নৌ টার্মিনালের কাজ শেষ করবে। পরিদর্শন শেষে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ মাহমুদ মোস্তফা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার সাথে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা ও চাঁদপুরের প্যানেল মেয়র মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াসসহ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার নৌ থানার ওসি কামরুজ্জামান উপস্থিত ছিলেন। চাঁদপুরের যুবলীগ, ছাত্রলীগের, বিভিন্ন নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুরের পৌরসভার পৌর পিতা জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
Leave a Reply