1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

পাটুয়াখালী আদালত প্রাঙ্গণে আগত  বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ভিত্তিপ্রস্থর “ন্যায় কুঞ্জ” স্থাপন

অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৪৭ Time View

পাটুয়াখালী আদালত প্রাঙ্গণে আগত  বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ভিত্তিপ্রস্থর “ন্যায় কুঞ্জ” স্থাপন

অপূর্ব সরকার ,
বিশেষ প্রতিনিধি ,পটুয়াখালী।

বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের অভিপ্রায়ে দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে “ন্যায় কুঞ্জ” নামে বিচারপ্রার্থী বিশ্রামাগার স্থাপন প্রকল্প গ্রহণ করা হয় তার ধারাবাহিকতায় আজ পটুয়াখালী জেলাতেও ভিত্তিপ্রস্থর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

শুক্তবার (২ জুন) সকাল ১০ ঘটিকায় পাটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগার “ন্যায় কুঞ্জ”  এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ও (সাবেক সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২) জনাব মোঃ মজিবুর রহমান মিয়া ।  তিনি বলেন “ন্যায় কুঞ্জ”  এর ভিত্তি স্থাপনের মাধ্যমে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তিতে আগ্রাধিকার ভুমিকা রাখবে।

পরবর্তীতে আদালত প্রাঙ্গণে একটি
আম গাছের চারা রোপন করা হয় এবং ১০টা বেজে ৩০ মিনিটের সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর কনফারেন্স কক্ষে পটুয়াখালী জেলা ও দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার বিষয়ে মতবিনিময় করেন।

উক্ত সভায় জজদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ( জনাব এস. এম. এরশাদুল আলম) স্পেশাল জজ, জেলা ও দায়রা জজ ( জনাব আবু নাসের মোহাম্মদ জাহাঙ্গীর আলম),বিচারক(জেলা জজ)নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ( জনাব মোঃ মাইনুল হক),অতিরিক্ত জেলা ও দায়রা জজ (জনাব এ.কে.এম. এনামুল করিম),যুগ্ম জেলা জজ, ১ম আদালত,(জনাব মোঃ হুমায়ুন কবির),যুগ্ম জেলা জজ, ২য় আদালত,(জনাব শহিদুল ইসলাম ),যুগ্ম জেলা জজ, ৩য় আদালত,(জনাব মোহাম্মদ মনসুর উদ্দিন),সিনিয়র সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিসার (জনাব বেগম শাম্মী আক্তার),সিনিয়র সহকারী জজ, সদর (জনাব আসিফ এলাহী),সিনিয়র সহকারী জজ কলাপাড়া ( জনাব মোঃ আনোয়ার হোসেন ),সহকারি জজ বাউফল(জনাব ইসরাত জাহান মৌমি),সহকারি জজ গলাচিপা (মোঃ আল আমিন জয়)সহকারী জজ দশমিনা(জনাব নওরীন কবির) ম্যাজিস্ট্রেটদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জজ মির্জাগঞ্জ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (জনাব মোঃ জামাল হোসেন),অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত (জনাব মোঃ আশিকুর রহমান),সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ( জনাব তামান্না ), সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাগঞ্জ চৌকি আদালত (জনাব স্বপন কুমার দাস),সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দশমিনা চৌকি আদালত (জনাব সমীর মল্লিক),সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গলাচিপা চৌকি আদালত (জনাব মোঃ মামুনুর রহমান),সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কলাপাড়া, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত(জনাব আশীষ রায়)।

আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি স্বপন ব্যানার্জি। সাবেক এমপি ( বীর মুক্তিযোদ্ধা ) অ্যাড. সরদার আব্দুর রশিদ সহ বিভিন্ন আইন প্রয়োগকারি সংস্থার ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss