জীবননগর পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০২ (একশ দুই) বোতল ফেন্সিডিল উদ্ধার || গ্রেফতার-০২
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্ আল-মামুনের নির্দেশনায়, জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গার সার্বিক তত্ত্বাবধানে এবং জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে জীবননগর থানাধীন সদরপাড়া গ্রামস্থ আসামী মোঃ আশাদুল ওরফে আশা (২২) এর দক্ষিণ দুয়ারী একতলা বিশিষ্ট পাকা বসত বাড়ীর পূর্ব-উত্তর কোনের কক্ষের মধ্য হতে ০৪.০৬.২০২৩ তারিখ রাত আনুমানিক ৭.৪৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ আশাদুল ওরফে আশা (২২), পিতা-মৃত বানাত আলী, সাং-সদরপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ ফারহান (৩৭), পিতা-মোঃ জাহিদ, সাং-নবাবগঞ্জ, থানা-লালবাগ, জেলা-ঢাকাদ্বয়কে ১০২ (একশ দুই) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।