পটুয়াখালী বিভিন্ন আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর,পল্লী প্রগতি সমিতি, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, ইউপিপসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরন কর্মসূচী পালিত।
সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকাল ৯.৩০ মিঃ সময় স্থানীয় সোনালী ব্যংক প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে র্যালী শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সদর রেঞ্জের বন কর্মকর্তা নয়ন মিস্ত্রী। আরো উপস্থিত ছিলেন পল্লী প্রগতি সমিতির সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ নাদিম মাসুদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা সুমন্ত চন্দ্র ভাটসহ, পল্লী প্রগতি সমিতি, পিকেএসএফ,বন্ধু, ইউপিপিসহ বিভিন্নজিও প্রতিনিধিবৃন্দ। সভায় নদী রক্ষা, পরিবেশ, বায়ু, শব্দ ও প্লাস্টিক দূষন রোধসহ পরিবেশ সংশ্লিস্টের উপর এক তথ্য চিত্র প্রদর্শন করা হয়। সভায় শিশু- কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিবৃন্দ।