পটুয়াখালীতে মেয়েদের কারিগরি প্রশিক্ষণ শেষে ১ম সমাবর্তন ও সাটিফিকেট বিতরণ
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালীতে এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের কারিগরী প্রশিক্ষণ শেষে ১ম সমাবর্তন ও সাটিফিকেট বিতরন অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন (বুধবার) বেলা সাড়ে এগারোটায় এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের কারিগরি প্রশিক্ষণ অডিটোরিয়াম রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ১০৭ জন এতিম, প্রতিবন্ধী ও দুস্থ মেয়েদের মাঝে সার্টিফিকেট দেয়া হয়।
এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ কেন্দ্রের জেনারেল ম্যানেজার (উপপরিচালক) কাজী মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর সভার মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ, এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ কেন্দ্রের সহকারী পরিচালক মোর্শেদা আক্তার, পৌর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজল বরণ দাস, ১,২,৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র নাহিদা আক্তার পারুল, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম জাহিদ সিকদার ও অত্র প্রতিষ্ঠানের সকল কর্মচারীবৃন্দ।
পরে বক্তারা বলেন, এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েরা সমাজের বোঝা নয় তারা জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা স্বাবলম্বী হয়ে সমাজে মাথা উঁচু চলতে পারে।
এছাড়াও সার্টিফিকেট বিতরণ করার শেষে এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বৃক্ষ রোপণ করেন অতিথি বৃন্দ।