বেড়া বসত বাড়ির বিরোধের জেরে মহিলার উপর হামলা।
পাবনা বেড়া পৌর মহল্লার শেখ পাড়ায় বসত বাড়ি বিরোধের জেরে সাজেদুল বাহিনীর হামলায় ফাতেমা ৩৫ তার মেয়ে ও আহত হয়েছে বুধবার দুপুরে ঘটনা ঘটে। এ ব্যাপারে বেড়া মডেল থানায়
লিখিত অভিযোগ দায়ের করেছে। ফাতেমা খাতুন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনার বেড়ায় শেখপাড়া পুর্বশক্রতার জেরে শেখ পাড়া মহল্লার জয়নালের ছেলে সাজেদুল ইসলাম অনেক দিন ধরে ফাতেমার বসত বাড়ির জায়গা জবরদখলের চেষ্টা করছিল এতে ফাতেমা খাতুন বার বার বাধা প্রধান করে আসছিল । তার পরেও সন্তাসী সাজেদু ও তার ছেলে তুষার,হারুন শেখ, মো ঝুমুর সহ দলবল নিয়ে আজ দুপুরে ফাতেমা কে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করে ও তার উপর হামলা করে তার এক মাত্র কন্যা আদরি ১০ কে তারা বেধর মারপিট করে। তাদের হত্যার উদ্দেশ্য বার বার আঘাত করে। জীবন বাচাতে ফাতেমা চারি দিকে ছুটাছুটি করে তার পরে সাজেদুল বাহিনী তার পিছু নিতে তাকে আদিম যুগের মত নির্যাতন চালাতে থাকে। তাদের এই সন্তাসী কর্মকান্ড দেখে উপস্থিত তহমিনা ও আশমনির চিৎকারে সাজেদুল বাহিনী চলে যেতে বাধ্য হয়। মোছা ফাতেমা খাতুন বলেন, আমার স্বামী দেশের বাইরে থাকেন আমার বসত বাড়ির জবর দখল সহ আমাদের কে উচ্ছেদ করার জন্য সাজেদুল বাহিনী অনেক দিন ধরে হুমকি ধামকি সহ নানা ভাবে নির্যাতন চলাচ্ছে। আমাকে ও আমার সন্তান কে আজ মারধর করেছে হত্যার উদ্দেশ্য দলবল নিয়ে আমাদের উপর হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। সে সি এনজি চালিয়ে মাদক সরবরাহ করে ।
পাবনার বেড়া মডেল থানার ওসি হাদিউল ইসলাম বেলন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
উজ্জল হোসাইন।
বেড়া, পাবনা।
তারিখ ৭/৬/২৩
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২