চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার ll গ্রেফতার-০১
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় প্রতিটি থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জনাব মোহাম্মদ আবদুল আলীম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/সুমন্ত বিশ্বাস, এএসআই (নিঃ)/ বিজন কুমার ভট্টাচার্য, এএসআই (নিঃ)/মোঃ আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ০৮.০৬.২০২৩ খ্রিঃ তারিখ ভোর আনুমানিক ০৬:৪০ ঘটিকার সময় দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামস্থ বড় মসজিদের সামনে হতে আসামী ১) আশিক রানা@আশিকুল(৩২), পিতা-মৃত আকবর আলী, সাং-ছয়ঘরিয়া(মাঝপাড়া), থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার পূর্বক আসামীর ডান হাতে থাকা প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে হতে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।