জীবননগর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২টি দেশীয় স্বর্ণের ফ্লাট বার, ০১টি স্বর্ণের চেইন ও ০২টি স্বর্ণের ব্রেসলেট উদ্ধার
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জনাব আবদুল্লাহ্ আল-মামুনের দিক-নির্দেশনায় জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গার সার্বিক তত্ত্বাবধানে এবং মোঃ নাসির উদ্দিন মৃধা, অফিসার ইনচার্জ, জীবননগরের নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) এসএম রায়হান, এএসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য ০৮.০৬.২০২৩ তারিখ আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় পলাতক আসামী ১। শফিকুল ইসলাম (৩২), পিতা-নুর বক্স, ২। মোঃ রিপন আলী (৩৮), পিতা-হেমায়েত হোসেন, উভয় সাং-সদরপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা জীবননগর পৌরসভাধীন বাজার পাড়াস্থ হাসপাতাল পাড়া জামে মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড়ে পাকা রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে অতিক্রম করার সময় ডিউটিরত পুলিশ থামার নির্দেশ দিলে মোটরসাইকেল ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ জনতার সামনে উক্ত মোটর সাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় কসটেপ দ্বারা মোড়ানো ১২টি স্বর্ণের ফ্লাট বার এবং ০১ টি স্বর্ণের চেইন ও ০২ টি স্বর্ণের ব্রেসলেট পাওয়া যায়। উক্ত ১২ টি স্বর্ণের ফ্লাট বার, ০১ টি স্বর্ণের চেইন ও ০২ টি স্বর্ণের ব্রেসলেট ভরিতে মোট ওজন ১৩৭ ভরি, ০২ আনা, ০২ রতি, যা গ্রামে মোট ওজন ১৫৯৯ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১,২০,৬৭,৫০০/- (এক কোটি বিশ লাখ সাতষট্টি হাজার পাঁচশত) টাকা উদ্ধার করে।
পলাতক আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply