নগরকান্দা পৌর মেয়র এর স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে ইউএনওর কাছে কাউন্সিলরদের লিখিত অভিযোগ
মোঃআবিদ হুসাইন
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার এর বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন পৌর কাউন্সিলরা।
৮ জুন বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কাউন্সিলর বাবলু মাতুব্বর, নাসির হোসেন,কাওছার, ইমদাদুল স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগে মেয়র নিমাই চন্দ্র সরকার এর বিরুদ্ধে টিসিবির মাল বিতরণে পূ নঃরায় অনিয়ম করার অভিযোগ। ৭ জুন বেলা ১২ ঘটিকায় সরকার কর্তৃক বরাদ্দকৃত টিসিবির মাল বিতরণ নিয়ে পূনরায় দূর্নীতি, জনগণের কাছ থেকে কার্ড নিয়ে নিজের কাছে রাথা এবং সেই কার্ডের মাল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে তার নিজের কক্ষে আত্মসাৎ জন্য রাখা, উপজেলা নির্বাহী অফিসার এর স্বাক্ষর বিহীন ভাবে জালিয়াতি করে কার্ডের মালামাল বিতরণ করেন। গত ১৭ এপ্রিল টিসিবির মাল নিয়ে একই ঘটনা ঘটায়।এনিয়ে একজন কাউন্সিলরকে মারপিট করে রক্তাক্ত জখম করে।এছাড়া ১৭ এপ্রিল সুবিধা ভোগীদের কার্ড ও মালামাল ফেরৎ দেওয়ার কথা থাকলেও কোন ব্যবস্থা নেয়নি। সে সব কার্ড পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার এর কাছে রেখে দেয় ও পরবর্তীতে মালামাল তার বাড়িতে নিয়ে যায় তার প্রমাণ হিসাবে অন্যান্য কাউন্সিলরা অবগত আছেন বলে অভিযোগে উল্লেখ করেন।পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, পৌরসভার জনগণ ভোট দিয়ে মেয়র বানিয়েছেন এই পবিত্র চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন। পৌরসভার কোন জনগণ হয়রানি হউক তা হতে পারেনা,কাউন্সিলদের ভোটে আমি মেয়র হয়নি যে তারা যা ইচ্ছা হুকুম করবে তাই আমি করব।এছাড়া ৫,৬,৭ নং ওয়ার্ড এর টিসিবির ডিলার আমাকে অবগত না করে মাল না দিয়ে ডিলার তার বাড়িতে মাল নিয়ে গেছে।বাকি ১,২,৩,৪ নং ওয়ার্ড এর মাল যে ডিলার রয়েছে তিনি কার্ডধারী সুবিধা ভোগীদের মাঝে বিতরণ করেন সেদিন অনেকে না আসায় অবশিষ্ট তার মালামাল আমার হেফাজতে রেখে গেছেন এবং যদি কোন কার্ডধারী কেউ আসেন সে আমার এখান থেকে তার মাল বুঝে নিবেন।এছাড়া স্বাক্ষর করার বিষয় তিনি বলেন কিছু ফ্যামেলী কার্ড আছে ইউএনও মহোদয় এর স্বাক্ষর নেই তাই স্যারের স্বাক্ষর সম্পুর্ন করে কার্ড ও মাল তাকে বুঝিয়ে দেওয়া হবে। অভিযোগের বিষয় বলেন কাউন্সিলারদের নিঃস্বার্থের ব্যাঘাতের কারনে তারা ইউএনও মহোদয় এর নিকট আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মন্তব্য লিখে অভিযোগ করেন। এবিষয় ডিরার রহমান বলেন মেয়র কে কোন কাজে ফোন দিলে সহজে ফোন ধরেন না, এছাড়া যারা কার্ডধারী সুবিধা ভোগীদের কার্ড তা নিজের কব্জায় রাখায় সুবিধা ভোগীরা এই হয়রানির শিকার হচ্ছে।এবিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন আমার নিকট কাউন্সিলরা একটি লিখিত অভিযোগ করছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
মোঃআবিদ হুসাইন
01620739155
৮ জুন ২০২৩
Leave a Reply