"কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের উপ নির্বাচন পরম সংগ্রহ"
আব্দুল কাইয়ুম
কচুয়া উপজেলা প্রতিনিধি
আজ কচুয়া উপজেলার ৬ নং উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচন উপলক্ষে কচুয়া উপজেলা নির্বাচন অফিস হতে তেতৈয়া উত্তর আদর্শ ৪ নং ওয়ার্ড এর জনাব মকবুল হোসেনের পুত্র জনাব ইউনুস গাজী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। উল্লেক্ষ্য যে, উক্ত ওয়ার্ডে সাবেক প্যানেল চেয়ারম্যান ও সাধারণ সদস্য জনাব জসিম উদ্দিন এর মৃত্যুতে এ আসন শূন্য হলে নির্বাচন অফিস উপনির্বাচনের ঘোষণা দেন এতে আজ পর্যন্ত মৃত জসিম উদ্দিন এর আপন বড় ভাই হাসান আলী মাষ্টারের পুত্র হানিফ মজুমদার এবং মাতাব্বর আলীর পুত্র আবুল হোসন সহ তিনজন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ইউনুস গাজী মুক্তি যোদ্ধা টেলিভিশন প্রতিনিধিকে জানান সম্ভাব্য ৭/৮ জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা হবে তিনি আরও বলেন আল্লাহ তায়ালার উপর ভরশা করে বলেন আমার ✌ জয় হবে ইনশাআল্লাহ। সকলের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে গরীব দুক্ষি মানুষের সেবা করার সুযোগ করে দিবে আমাকে আমার ওয়ার্ডবাসী এই প্রত্যাশাই করেন। পরিষেশে ৪ নং ওয়ার্ডের সকলের কাছে দোয়া কামনা করেন।