দর্শনা থানাধীন ধান্যঘরা গ্রামস্থ মৃত বাবর আলীর হত্যা মামলার মূল রহস্য উদঘাটন। গ্রেফতার-০১ জন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
দর্শনা থানাধীন ধান্যঘরা গ্রামস্থ বাদীর মেঝ ভাই বাবর আলীর দক্ষিণ দুয়ারি সেমি পাকা বসতঘরের বারান্দার মেঝেতে বাদীর ভাই প্লাষ্টিকের মাদুরের উপর ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারী গত ০৯/০৬/২০২৩ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় ধারালো অস্ত্র দিয়ে বাদীর ভাইয়ের গলার বাম পার্শ্বে কোপ মারিয়া গলা কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে বাদী ও ভিকটিমের আত্মীয়-স্বজন চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ইং-১০/০৬/২০২৩ খ্রিঃ তারিখে রাত আনুমানিক ০১.৪০ ঘটিকার সময় বাদীর ভাই ভিকটিম বাবর আলী মৃত্যুবরণ করেন। এই সংক্রান্তে ভিকটিমের ভাই মোঃ সাবের আলী (৪২) এর অভিযোগের প্রেক্ষিতে দর্শনা থানার মামলা নং-০৯, তারিখ-১০/০৬/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন মহোদয়ের নির্দেশে হত্যা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য দর্শনা থানা পুলিশের একাধিক টিম তাৎক্ষণিকভাবে মাঠে নামে। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে দর্শনা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনার বিভিন্ন পারিপার্শ্বিকতা ও স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে নিহতের স্ত্রী আসামী মহিমাকে গ্রেফতার করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেই হত্যাকান্ডটি ঘটিয়েছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে। আসামীর স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নিচ হতে আসামী নিজেই হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়াটি বের করে দেওয়া মতে উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামী সম্পের্কে স্বামী স্ত্রী। সে ঘটনার দিন ০৯/০৬/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০০.৪৫ ঘটিকার সময় পারিবারিক কলহের কারণে ভিকটিম মৃত বাবর আলীর সহিত তার স্ত্রী মহিমার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ভিকটিম মৃত বাবর আলীর কাছে থাকা ধারালো হাসুয়া কেড়ে নিয়ে আসামী মহিমা ভিকটিম মৃত বাবর আলীর গলায় কোপ মারে। পরবর্তীতে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বাবর আলী মৃত্যু বরণ করে।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। মহিমা (৪০), স্বামী-মৃত বাবর আলী, সাং-ধান্যঘরা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা
উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ
১) হত্যার কাজে ব্যবহৃত হাসুয়া