খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে তৃতীয়বারের মতো নৌকার জয় ও কাউন্সিল পদে পঞ্চম বারের মতো ঘুড়ির বিজয়ের মাঝে আনন্দ উল্লাস।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার দিঘলিয়া খুলনা। খুলনা সিটি নির্বাচন ২০২৩ এর ১২জুন মেয়র পদে আবারো তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেছেন যে, খুলনার কেসিসি নির্বাচনের মেয়র পদে নির্বাচিত হয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আগামীতে খুলনার বাকি কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাত ৯ টায় খুলনা শিল্পকলা একাডেমি থেকে ফলাফল গ্রহণের পর দলের নেতা কর্মীদের সঙ্গে তিনি দলীয় কার্যালয় যাওয়ার ব্যবস্থা করেন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ৩১ টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এদিকে খুলনা সিটি নির্বাচনে আ’লীগের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুস সালাম পঞ্চম বারের মতো ঘুড়ি মার্কায় বিপুল ভোটে তিন নং ওয়ার্ড থেকে বিজয় হয়েছেন। বিজি খবর শুনে ৩ নং ওয়ার্ডবাসীর মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। মুক্তিযোদ্ধা টিভি সরজমিনে গিয়ে দেখে আলহাজ্ব মাস্টার আব্দুস সালাম এর প্রতিদ্বন্দ্বী মোঃ মাকসুদ হাসান পিকু তার এলাকা মহাশয়ের পাশা বিদ্যালয় থেকে তিনি ঘুড়ি মার্কায় অনেক এগিয়ে। এবং কার্তিককুল সালেয়া মাধ্যমিক বিদ্যালয় আলহাজ্ব মাস্টার আব্দুস সালাম পিকু এর চেয়ে অনেক এগিয়ে ঘুড়ি মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। সোমবার সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে শোনা গেছে যে কিছু কিছু ফ্রেন্ড গোটার উপস্থিত থাকায় ৪টার পড়ে ও ভোট নেওয়া হয়েছে। কাঁথি কল গ্রামে মনে হচ্ছে ঈদের আনন্দ চলে আসছে দোকানে দোকানে চার আড্ডা ও মিষ্টি বিতরণ সবার মুখে একই বুলি ঘুড়ি মার্কায় জয়ের ডুলি। একই স্লোগান নিয়ে সাহাপারা বারেকের দোকান হয়ে গাজী মোড়ে মিছিল নিয়ে বাসের আওয়াজে আওয়াজে আনন্দ উল্লাসে নিচে বেড়াচ্ছে ঘুড়ি মার্কার প্রার্থীর ভোটাররা। খুলনা সিটি নির্বাচনের কাউন্সিলর প্রার্থীদের মাঝে ৩নং ওয়ার্ডবাসীর সবচেয়ে আপনজন আলহাজ্ব মাস্টার আব্দুস সালাম তিনি পঞ্চম বারের কাউন্সিলর। ৩নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের পরিপূর্ণ দেখে আবারো বিজয়ের ফুল গলায় পরালেন এলাকার ভোটাররা আলহাজ্ব মাস্টার আব্দুল সালাম কে। তিনি ভোটারদের মাঝে কিছু কথা ব্যক্ত করেছেন যে ,আমি আপনাদের ভালোবাসা পেয়ে আবারো আপনাদের মাঝে কাউন্সিল হয়ে ফিরে আসতে পারছি বলে আমি কৃতজ্ঞবোধ প্রকাশ করছি। আমার ৩নং ওয়ার্ডে যেসব উন্নয়ন হয়েছে এবং যা বাকি আছে তা খুব তাড়াতাড়ি সমাপ্ত করে দিবো। ৩ নং ওয়ার্ডের বাসির কাছে আমি দোয়া কামনা করছি যাতে করে আমি সুস্থ থেকে উন্নয়ন করে যেতে পারি এবং কার্তিককুল থেকে শুরু করে আমার সমস্ত এলাকায় সেবা দিয়ে যেতে পারি। এই কামনা করি আমি আমার ভোটারদের কাছে।
Leave a Reply