মহিলা দিয়ে প্রতারণা করা প্রতারক চক্রের ০৩(তিন) সদস্য চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
ভিকটিম মোঃ রাকিবুল ইসলাম(২৭), পিতা-আব্দুর রহমান, সাং-নুরনগর, থানা ও জেলা- চুয়াডাঙ্গা থানায় আসিয়া আসামী ১. মোঃ বিপুল (২৭), পিতা-মোঃ আঃ আলীম (ফটিক), গ্রাম- বাগানপাড়া, ২. মোঃ রুহুল আমিন (আশিক)(২৫), পিতা-মোঃ দরুদ হাসান, গ্রাম- সুমুরদিয়া, ৩. মোঃ রিমন(১৯), পিতা- মোঃ মিজানুর রহমান (তুহিন), গ্রাম- হাসপাতাল রোড , সর্ব থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা -চুয়াডাঙ্গাদের বিরুদ্ধে গত ১৩/০৬/২৩ খ্রিঃ তারিখ এজাহার দায়ের করেন যে, ভিকটিম মোঃ রাকিবুল ইসলাম তার পরিবারের সাথে রাগারাগি করে গত ২৪-৫-২০২৩খ্রিঃ তারিখ হতে চুয়াডাঙ্গা পৌরসভাধীন হোটেল ভিআইপিতে ৬১১ নম্বর রুমে রাতে গিয়ে ঘুমায়। গত ২৭.০৫.২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৭:২০ ঘটিকায় আসামীগণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ০১জন মেয়েকে হোটেল ভিআইপির ৬১১ নম্বর রুমে ভিকটিমের কাছে নিয়ে আসে। মেয়েটিকে তাদের আত্মীয় বলে ১নং আসামী পরিচয় করে বিশ্বাস স্থাপন করে ভিকটিমের কক্ষে বসতে দেয় এরপর একটু ঘুরে আসার কথা বলে ১,২,৩ ও অজ্ঞাতনামা ০১ জন আসামী ভিকটিমের ব্যবহৃত একটি এফজেডএস ইয়ামাহা, ভার্সন-৩, মোটর সাইকেল রেজিঃ নং-চুয়াডাঙ্গা-ল, ১২-২৩৫৫, ইঞ্জিন নং-G3L5E0205353, চেসিস নম্বর- PS2RG64200A021374 যার মূল্য অনুমান ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) মোটরসাইকেলের চাবি চেয়ে নেয়। ভিকটিম সরল বিশ্বাসে আসামীদেরকে চাবি দেই। তারা চাবি নিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে রুমের মধ্যে আটকে রেখে চলে যায়। পরবর্তীতে ভিকটিম হোটেলের কর্মচারীর মাধ্যমে দরজা খুলে বাহির হই এবং জানতে পারেন যে, আসামীরা ভিকটিমের মোটরসাইকেল নিয়ে গেছে। মোটরসাইকেলটি ফেরত পাইবার জন্য আসামীদের সাথে যোগাযোগ করলে তারা ভিকটিমকে বলে, তুমি মহিলার সাথে খারাপ কাজ করেছো তুমি মোটরসাইকেল পাবা না। আমরা মহিলাসহ তোমার ছবি তুলেছি। তুমি বাড়াবাড়ী করলে ছবি প্রচার করে দিবে মর্মে হুমকি প্রদান করে।ভিকটিমের এরুপ এজাহার থানায় প্রাপ্তির পর আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়।
পরবর্তীতে জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গা’র নেতৃত্বে এসআই নিঃ/মোঃ মাসুম বেল্লা সঙ্গীয় ফোর্সসহ ইং-১৩/০৬/২৩ তারিখ রাত্রে চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামীদেরকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আসামীদের নামে চুয়াডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply