গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন
মোঃ মামুনুর রশিদ
স্টাফঃ রিপোর্টার
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন
প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ১৯ জুন (সোমবার) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধূরী বিদ্যুৎ।
কুমেদপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাবনী বেগমের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ ডাঃ আলতাফ হোসেনের সঞ্চলনায় পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা শিক্ষা অফিসার নাজমা আক্তার,বিদ্যালয় কমিটি’র সভাপতি,এবিএম সিদ্দিকুর রহমান সাজুসহ এসএমসি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: আলতাব হোসেন বলেন, প্রাণিসম্পদ ওডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অধীনে শিশু শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত দুধ পান করার মাধ্যমে পুষ্টির চাহিদা মেটাতে উপজেলার একটি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিদিন ২০০ মিলি দুধ খাওবেন সরকার এবং এই প্রকল্পের আওতায় ২০২৫ সাল পর্যন্ত দুধ খাওয়ানো হবে।
Leave a Reply