প্রধানমন্ত্রী সাথে সৌজন্য
সাক্ষাৎ’র চেয়ে আবেদন করেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা
:: স্টাফ রিপোর্টার
২০-০৬-২০২৩খ্রিঃ
সারাদেশে জাতীয়করণ থেকে বাদপড়া ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য সংগঠন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের সভাপতির মোঃ মামুনুর রশিদ খোকনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ চেয়ে আবেদন করেন সংগঠনের পক্ষ সহ-সভাপতি মোহাম্মদ আলী লিটন।
মঙ্গলবার (২০-০৬-২০২৩জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তারা আবেদনটি জমা দেন। তারা বলেন একটি দেশের টেকসই উন্নয়নে প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা একটি দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।
এই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী ৯ জানুয়ারি ২০১৩ সনে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন।ঘোষণার পূর্বেই মাঠ পর্যায় থেকে এইসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্য চাওয়া হয়। কিন্তু সে সময়ে সারাদেশে ৩০হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলে ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিসংখ্যান ভুলের কারণে ৩০হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মাননীয় প্রধানমন্ত্রী ২৬হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ঘোষণা করেন।
শিক্ষকরা জানান, যার ফলে সারাদেশে ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদপড়ে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্বে ২০১২ সালে কিংবা তার পূর্ববর্তী সময়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করলেও সেই সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের থেকে বাদপড়ে যায় । এমন ৫০৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১২ সালের পূর্বে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করায় সংসদীয় কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক উপসচিব জাতীয়করণের সুপারিশ করেন। কিন্তু সেগুলো এখন পর্যন্ত জাতীয়করণ হয়নি।
এদিকে সামনে ” দ্বাদশ জাতীয় ” সংসদ নির্বাচন শিক্ষকরা বলেন জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধের ও স্বাধীনতার পক্ষের সরকার ‘ বর্তমান সরকার তাদের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আজ মঙ্গলবার তারা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎতের আবেদন করেন।আজ
Leave a Reply