চৌদ্দগ্রামে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মো: ঈমাম হোসেন ভূইয়া।
আনন্দ র্যালী, আলোচনা সভা ও কেককাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির চৌদ্দগ্রাম বাজারস্থ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু।
যুবলীগ নেতা কাজী আবুল কালামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষক লীগের সহসভাপতি মমিনুর রহমান ফটিক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খান, অধ্যাপক মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, নাঈমুর রহমান মজুমদার মাসুম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, আওয়ামী লীগের দফতর সম্পাদক নান্টু দেবনাথ, উপ দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ সম্পাদক আবদুল হালিম চৌধুরী নিজাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, ইউনিয়ন আওয়ামী নেতৃবৃন্দের মধ্যে ডাঃ মীর আহমেদ, আলী হায়দার মেম্বার, মিয়া নাসির উদ্দিন, শাহ আলম পাটোয়ারী, এড. নাঈমুল হক রাফিত, আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক কাউছার হানিফ, উপজেলা ছাত্রলীগ নেতা মতিউর রহমান জালাল, পৌর ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ, সাধারণ সম্পাদক নয়ন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ পাটোয়ারী প্রমুখ।
সভার শুরুতে এক বর্ণাঢ্য র্যালী ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা পদক্ষিণ করে এবং সভা শেষে বিশাল কেক কেটে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নেতাকর্মীরা।
Leave a Reply