পটুয়াখালীতে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত...
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি , পটুয়াখালী।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এঁর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার (২৪ জুন) বেলা ১১ টায় লঞ্চঘাট চত্বরে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল হাসান সুপ্ত, সদস্য মো. হুমায়ুন কবির, সদস্য মো.জহিরুল ইসলাম সরদার, সদস্য মাকসুদুর রহমান, সদস্য মোঃ সাইদুর রহমান আবির, সদস্য এ্যাড. মো. ছাবের আহমেদ, জেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. তাজমীর হোসেন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক খন্দকার শফিকুর রহমান মামুন, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. কিবরিয়া মাহমুদ মোল্লা প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি মুহাম্মদ বদিউল আলম, বিএনপি তারুন্যের সমাবেশের নামে তরুনদেরকে বিপথগামী করে কোনধরনের সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, বিশৃংখলা করলে তার সমুচিত জবাব দেয়ার জন্য যুবলীগের নেতা- কর্মীদেরকে সর্বত্র প্রস্তুত থাকার আহবান জানান।