চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের উদ্যোগে আমন ধান বীজ বিতরণ
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২৫ শে জুন ২৩ ইং বেলা ১২ টায় রিসো চুয়াডাঙ্গা প্রধান কার্যালয়ে জেলা কৃষক জোটের উদ্যোগে কৃষকদের মধ্যে উন্নত জাতের ব্রী হাইব্রিড-৬, বিডি-১০৩, বিআর-৯০, বিআর-৮৭, বিআর-৭৫ ধান বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সংগৃহীত উন্নত জাতের ধানের বীজ বিতরণের সময় উপস্থিত ছিলেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী,চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহসভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দার , কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষক জোটের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী মাস্টারসহ কৃষক জোটের নেতৃবৃন্দ। দি এশিয়া ফাউন্ডেশন ও রিসো সংস্থার সহযোগিতায় প্রতিষ্ঠিত কৃষক জোট এর বিভিন্ন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ৪ উপজেলার ১২টি ইউনিয়নের ৪৮ জন চাষীকে এই ধান বীজ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তারই অংশ হিসাবে প্রথম দফায় চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার ২৪ জন কৃষকের মধ্যে এই ধান বীজ প্রদান করা হয়।