আলফাডাঙ্গা থানায় ১০টি সিআর সাজা ও ৮টি সিআর পরোয়ানার আসামি সালমা ও তার বাবা গ্রেফতার
আলফাডাঙ্গা থানার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামের সৈয়দ বাবন আলী ওরফে আশরাফ আলী ও তার মেয়ে সালমা বেগম ২০১০ সালে “ক্ষুদ্র পল্লী উন্নয়ন সংস্থা” নামে একটি এনজিও করে ২০১৩-১৪ ও ১৫ সালে মোট ১৮টি সিআর মামলার আসামি হয়ে গ্রাহকদের সমস্ত আমানত নিয়ে এলাকা থেকে পালায়। তাদের বিরুদ্ধে ১০টি মামলার প্রত্যেকটি ১ বছর মেয়াদী এবং মোট ৩৮,৪০,০০০টাকার জরিমানা সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা ০৮টি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা অত্র থানায় মুলতবী ছিল। দীর্ঘ মুলতবি থাকা পরোনা সমূহ তামিলের লক্ষ্যে একাধিক অভিযানে ব্যর্থ হলেও আলফাডাঙ্গা থানার এসআই বিনয় বাড়ৈ, বিট অফিসার এসআই মোশারফ হোসেন, এসআই রবিউল ইসলামগনের যৌথ কর্ম তৎপরতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ২৬জুন ভোর ৫ ঘটিকায় ঢাকার খিলখেত থানা এলাকার একটি ভাড়া বাসা হতে গ্রেফতার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে আসে।
আসামীরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন যাবত ছদ্মনামে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে নিজ এলাকার সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে আসছিল।
সালমা বেগমের বিরুদ্ধে ৫ টি সিআর সাজা এবং ০৪টি সিআর পরোয়ানা, তার বাবা সৈয়দ আশরাফ আলী( বাবন আলীর)বিরুদ্ধে ৫টি সিআর সাজা এবং ৪টি সিআর পরোয়ানার আসামি হিসেবে তাদেরকে পুলিশ স্কটযোগে বিজ্ঞ আদালতে সোপর্দ করা করা হয়েছে।
Leave a Reply