সবুজ আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি- উপজেলার সালন্দর সিংপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জাতীয় পাটির পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়। শনিবার বিকেলে জেলা জাপার সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীর উদ্যোগ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ বিতরণ @এম.জি.এম স্বপন অনু্িষ্ঠত হয়। জেলা জাপার সাধারণ সম্পাদকের উগ্যোকে বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আলমান ইদু। অন্রান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পাটির মিজানুর রহমান, আইযুব আলীসহ অন্যান্যরা। এ সময় জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দিক নির্দেশনায় অতীতেও যেভাবে জাতীয় পার্টি সাধারণ মানুষের পাশে ছিলো এখনো ঠিক আগের মতই রয়েছে। জাতীয় পার্টি সবসময় সুখে দুখে সাধারণ মানুষের পাশে আছে, থাকবে।
উল্লেখ্য, সদর উপজেলার সালন্দর সিংপাড়ায় শুক্রবার ভোর রাতে আজিম উদ্দিন ও লাল মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ২ পরিবারের ৩টি গরু, বাড়ির আসবাবপত্রসহ ভষ্মিভুত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।