চাঁদপুর পুরান বাজার ওসমানিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় কোরবানির গরুর হাট জমে উঠেছে।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার চাঁদপুর সদর চাঁদপুর। চাঁদপুরের অন্য অন্য বছরে তুলনা এবার গরুর দাম অনেকটা দ্বিগুণ। ক্রেতাদের তুলনা গরু সংখ্যা অনেক কম বলে জানিয়েছে পুরান বাজার ওসমানিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা কোরবানির গরুরহাটের ক্রেতারা। পবিত্র ঈদুল আযহার উপলক্ষে চাঁদপুর পুরান বাজার জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত ২৬/৬/২০২৩ (মঙ্গলবার)বিকাল থেকে গরুর হাট কিছুটা কিনা বেচা শুরু হয়েছে।ক্রেতাদের মুখের কথা শোনা যাচ্ছে যে,গরুর খাবারের দামসহ প্রয়োজনীয় পণ্যে বেড়ে যাওয়ায় গত বছরে তুলনায় এবার দাম বেশি চাইতে হচ্ছে। তা না হলে লোকশানে পড়বেন খামারিরা শরীয়তপুর সহ স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার থেকে আসা পশু দিয়েই চাহিদা মিটাবে। মুক্তিযোদ্ধা টিভির সংবাদতা গরুরহাট বাজার ঘুরে দেখা গেছে যে, সকাল থেকে নদীপথে টলার এবং সড়ক পথে বিভিন্ন প্রান্ত থেকে গরু আসছে। আজ বুধবার দুপুরে পর পরই কোরবানির পশু দিয়েই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরান বাজারের গরুহাটগুলো। বড় ছোট বিভিন্ন সাইজের গরু ছাগল দেখা যাচ্ছে। কোরবানির পরশু কিনতে ক্রেতাদের অবস্থা দেখা যাচ্ছে পুরান বাজার এমদাদিয়া মাদ্রাসা গরুরহাট এবং পুরান বাজারের একাধিক পশুর হাট। বিভিন্ন ক্রেতাদের মুখে শুনতে পাই যে,যেহেতু সময় আছে তাই এখনই কোরবানির জন্য গরু কিনছি না হাতে তো দুই এক দিন সময় আছে ভাবছি কোরবানির আগেই দিন গরু কিনবো। আবার অনেকের মুখে শুনি গরু কিনতে এসে পুরো হাট ঘুরে দেখলাম যে, গেছে বছরের গুলোর তুলনায় প্রতিটি গরুর দাম অনেক বেশি । উপজেলা প্রাণিসম্পদ বিভাগ গুলো কর্তৃক উপজেলায় হাট বাজারের জন্য মেডিকেল টিম গঠন করা হচ্ছে। কোরবানির জন্য কেনা গরু, ছাগল, ভেড়া ও মহিষ কোন রোগে আক্রান্ত হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করছেন সেই মেডিকেল টিমগুলো। গেছে বছরে তুলনায় এবার কোরবানি দেওয়ার ক্রেতাদের সংখ্যা কম মনে হচ্ছে। বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে হিমশিম খেতে হচ্ছে। ম্যাজিস্ট্রেট দ্বারা বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ,যদি মানুষের মাঝে দেশাত্মবোধক চিন্তাভাবনা না থাকে।
Leave a Reply