যাত্রীবাহী বাস চাপায় পলাশবাড়ীতে বাবা-ছেলের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা – পলাশবাড়ী সড়কের মাঠেরহাটে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা বাবা মেহেদী হাসান নয়ন ও তার ছেলে নাহিদের মৃত্যু হয়েছে। এরমধ্যে মেহেদী হাসান ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৮ বছরের শিশু নাহিদ হাসান।
আজ ২৭ জুন মঙ্গলবার সকাল পৌনে ১১ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরবাজার রূপ ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মেহেদী হাসান স্থানীয় চকভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় নিহত নাহিদ হাসান মেহেদী হাসান নয়নের ছেলে।
পুলিশ ও স্থানীয় জানান, মেহেদী হাসান তার ছেলে নাহিদকে নিয়ে মোটরসাইকেলে রূপ ফিলিং ষ্টেশনে পেট্রোল নেয়। পরে মাঠেরহাটের দিকে যাওয়ার সময় ঢাকাগামী ইউনিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী। পরে গুরুতর আহত ছেলে নাহিদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নাহিদের মৃত্যু হয়।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
Leave a Reply