গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত-২
মোঃ মামুনুর রশিদ
স্টাফঃ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনা স্থলে দুইজন নিহত হয়। ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে পৌছালে পলাশবাড়ী এক্সপ্রেস নামক ঢাকা গামী বাসটি প্রাইভেট কারটির উপরে তুলে দেয় ফলে গাড়ীর ভিতরে থাকা যাত্রী ও ড্রাইভার দুজনের মৃত্যু হয়। আজ সকাল আনুমানিক ছয় ঘটিকার সময় এ দূর্ঘণাটি ঘটে। রংপুর অভিমুখি প্রাইভেট কার নম্বর ঢাকা মেট্রো খ ১২-৩০৮৬ এর সাথে অপরদিক হতে আসা বাস ঢাকা মেট্রো ব-১৫-৫২৭৪ মুখোমুখি সংঘর্ষ হয় । প্রাইভেট কারটি যাত্রী দু জনের নাম একজন আবুল বাসার ৬০ খিলক্ষেত ঢাকা ও অপরজন মো:মিজান-৩৫(ড্রাইভার) আলীপুর, দাউদকান্দি,মেঘনা থানা ,কুমিল্লা। বিষয়টি নিশ্চিত করনে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ হোসেন। ঘটনা স্থল পরিদর্শন করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন।