মির্জাগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলা,মৃত্যুর সঙ্গে লড়াই করছে আহত আতাউল্লাহ
মোঃ মহিউদ্দিন সুমন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে মোঃ আতাউল্লাহ(২০) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাত ৯টায় সুবিদখালী পোষ্ট অফিসের সামনে ঘটনাটি ঘটে। আহত আতাউল্লাহ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আবদুল সত্তার মাঝির ছেলে ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।
আহত আতাউল্লার বড় ভাই মহিবুল্লাহ জানান, ঈদে কলেজ বন্ধ হওয়ায় বাড়িতে আসে আতাউল্লাহ, বুধবার বিকেলে ফুটবল খেলতে গিয়ে পায়ে সামান্য ব্যথা পায় পরে বাড়ি থেকে চিকিৎসার উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে রাস্তায় পাশে পোষ্ট অফিসের সামনে পৌঁছলে আতাউল্লার গাড়ি গতিরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার তাওহীদ, সৈকত, নিলয়, সাইদুল ও ইউসুফসহ ১০ থেকে ১৫ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে আতাউল্লাহর প্রচুর রক্তক্ষরণ হয়।
এসময় আতাউল্লাহ ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এলে আক্রমণ কারীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় আতাউল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয় মির্জাগঞ্জ থানার ওসি মো: আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#